আহ্বায়ক: হিরন সরওয়ার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক: রাশেদ, সদস্য সচিব: ইরফান

পেকুয়ায় ‘দ্যা রেড জুলাই’র ৫৯ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত

প্রকাশ: ৩ মে, ২০২৫ ০৮:১২ , আপডেট: ৩ মে, ২০২৫ ০৮:৩৬

পড়া যাবে: [rt_reading_time] মিনিটে


প্রেস বিজ্ঞপ্তি:

পেকুয়ায় ‘দ্যা রেড জুলাই’র ৫৯ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত হয়েছে। শুক্রবার কক্সবাজার জেলা আহবায়ক শাহরিয়ার রহমান সাদ ও সদস্য সচিব মো. সজিব হোছাইন স্বাক্ষরিত এক প্রেস বিবৃতিতে এ কমিটি অনুমোদনের কথা জানানো হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন: যুগ্ম আহবায়ক আছিম মোহাম্মদ তোহা, নুরুল মোহাইমিন, তাসমিন সোমলতা তানিহা, তাসমিন সুলতানা; যুগ্ম সদস্য সচিব আবরার আশিক পাপ্পু, মো. শাহীন; সাংগঠনিক দায়িত্বে তাজফীকুল ইসলাম তামিম, সাঈদ আইনুন সানি; মুখ্য সংগঠক রাশেদ হোসেন সোহাগ; মুখপাত্র রাতুল ইসলাম; সহ-মুখপাত্র মো. আইয়াত উল্লাহ, শওকত হোছাইন আরিশ সরদার;
সংগঠক রায়হান মনি, সাইরাজুল হক, নাইমুল ইসলাম তানজিদ, ইমাম হোসেনসহ আরও ৪০ জন।

নবগঠিত কমিটির আহবায়ক হিরন সরওয়ার বলেন, “‘দ্যা রেড জুলাই’ মূলত জুলাই-আগস্ট বিপ্লবে আহত ও নিহতদের স্মরণে কাজ করে। পাশাপাশি, বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রম এবং দুর্নীতিবিরোধী উদ্যোগেও সক্রিয় ভূমিকা রাখে।

পেকুয়া উপজেলার নবগঠিত কমিটি এসব কার্যক্রম সাধারণ মানুষের মাঝে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালনে অঙ্গীকারবদ্ধ।”