নিজস্ব প্রতিবেদক:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ও কক্সবাজারের উখিয়ার মধ্যবর্তী রেজু আমতলী সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণে মনছুর আলম (৩০) নামে এক বাংলাদেশি কাঠুরিয়া আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১ মে) বেলা ১১টার দিকে সীমান্তের শূন্যরেখা পার হয়ে মিয়ানমারে প্রবেশ করার পর এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
আহত মনছুর কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের তুলাতলি গ্রামের বাসিন্দা এবং সিরাজ মিয়ার ছেলে। বিস্ফোরণে তাঁর বাঁ পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রথমে তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হলেও পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
উখিয়া রাজাপালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর শাহেদুল ইসলাম জানান, মনছুর আলম প্রায়ই সীমান্ত এলাকায় কাঠ সংগ্রহ করতে যান। বৃহস্পতিবারও কাঠ সংগ্রহের উদ্দেশ্যে সীমান্তে গেলে শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে প্রবেশ করেন। সেখানে আরাকান আর্মির পুঁতে রাখা একটি মাইন বিস্ফোরণে তিনি আহত হন।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসরুরুল হক জানান, সীমান্তের ওপারে মিয়ানমারের ভেতরে মাইন বিস্ফোরণে একজন কাঠুরিয়া আহত হয়েছেন বলে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছ থেকে খবর পেয়েছেন।
