সিবিএন ডেস্ক ;

কক্সবাজার মেডিকেল কলেজে ৫০০ শয্যার পূর্ণাঙ্গ হাসপাতাল দ্রুত বাস্তবায়নের দাবিতে সদ্য গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদায়) অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কলেজটির শিক্ষার্থীরা।

সাক্ষাৎকালে শিক্ষার্থীরা কক্সবাজারের সাধারণ মানুষের চিকিৎসাসেবার সীমাবদ্ধতা এবং মেডিকেল শিক্ষার্থীদের ক্লিনিক্যাল শিক্ষার সংকটের বাস্তব চিত্র তুলে ধরেন।

বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, অচিরেই ৫০০ শয্যার হাসপাতাল বাস্তবায়নের প্রস্তাবনা অনুমোদন দেওয়া হবে। এ বিষয়ে সরকারের সর্বোচ্চ পর্যায়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে এবং জনস্বার্থে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও বলেন, এই উদ্যোগ কক্সবাজারবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে বলে তিনি বিশ্বাস করেন।