মো. আরকান, পেকুয়া;
কক্সবাজারের পেকুয়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস (মে দিবস) উপলক্ষে র্যালি, আলোচনা সভা এবং শ্রমজীবী মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) সকাল ৯টায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ও কক্সবাজার জেলা অটোরিকশা, টেম্পু, সিএনজি ও সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুপুর ১২টায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, পেকুয়া সদর ইউনিয়নের উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
শ্রমিক দলের আয়োজনে পেকুয়া চৌমুহনী চত্বর থেকে র্যালি শুরু হয়ে পেকুয়া সদর ইউনিয়ন পরিষদ মাঠে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে শেষ হয়। পেকুয়া উপজেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মো. হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সভাপতি কামরান জাদিদ মুকুট।
তিনি বলেন, “মে দিবস শ্রমিকদের অধিকার আদায়ের প্রতীক। যুগে যুগে শ্রমিকরা শোষণ, বঞ্চনা ও নিপীড়নের শিকার হয়েছে। তাদের শ্রমের ন্যায্য মূল্য কোথাও দেওয়া হয়নি। আজকের এই দিন তাদের প্রাপ্য অধিকার আদায়ের দিন। আমি দেশের সব মালিকপক্ষকে অনুরোধ করবো, শ্রমিকদের ঘামের মূল্য যেন তাদের ঘাম শুকানোর আগেই পরিশোধ করা হয়।”
তিনি আরও বলেন, “বিগত ফ্যাসিবাদী আওয়ামী সরকারের সময় নতুন সিএনজি নামাতে হলে চাঁদা দিতে হতো। এখন কোনো চাঁদাবাজির ভয় ছাড়াই শ্রমিকরা গাড়ি চালাতে পারছে। শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে আমরা পাশে থাকবো।”
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. জামাল হোসেন, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি জয়নাল আবেদীন, শ্রমিক নেতা মনছুর আলম, পরিবহন শ্রমিক নেতা মিনহাজ উদ্দিনসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
একই দিন পেকুয়া সদর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে আয়োজিত খাবার বিতরণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন ইউনিয়ন সভাপতি মাহমুদুল করিম। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি দিদারুল ইসলাম বলেন, “ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার মাধ্যমেই শ্রমিকদের প্রকৃত কল্যাণ নিশ্চিত করা সম্ভব। রাসূল (সা.) নির্দেশ দিয়েছেন—শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার মজুরি পরিশোধ করতে হবে। তাঁর আদর্শ বাস্তবায়নেই মালিক ও শ্রমিক উভয়ের কল্যাণ নিহিত রয়েছে।”
তিনি আরও বলেন, “বঞ্চিত শ্রমিকের সন্তানেরা উচ্চশিক্ষা ও স্বাস্থ্যসেবা থেকেও পিছিয়ে আছে। তাদের অধিকার আদায় ও ইসলামী শ্রমনীতি বাস্তবায়নে আমাদের সংগঠন নিরলস কাজ করে যাচ্ছে।”
খাবার বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন উপজেলা ফেডারেশনের সেক্রেটারি হাসান শরীফ চৌধুরী, সহকারী সেক্রেটারি আব্দুল মজিদ আরমান, সদর ইউনিয়ন সেক্রেটারি আব্বাস উদ্দীনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে দৈনিক ৮ ঘণ্টা শ্রম সময়ের দাবিতে আন্দোলনে শ্রমিকরা প্রাণ উৎসর্গ করেন। সেই আত্মত্যাগের অনুপ্রেরণায় আজও বিশ্বের শ্রমিক সমাজ তাদের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রাম চালিয়ে যাচ্ছে। তবে এখনও অনেকক্ষেত্রে শ্রমিকরা বঞ্চনার শিকার হচ্ছেন, এবং আন্দোলন করতে গিয়েও প্রাণ হারাচ্ছেন। মালিক-শ্রমিকের মধ্যে সুসম্পর্ক ও ন্যায্যতা প্রতিষ্ঠাই পারে এই সংকটের সমাধান আনতে।
