মো. আরকান, পেকুয়া প্রতিনিধি;
কক্সবাজারের পেকুয়ায় পর্নোগ্রাফি এবং চাঁদাবাজির মামলায় আব্দু রহিম ওরফে সোনা মিয়া নামের একজনকে আটক করেছে পেকুয়া থানা পুলিশ।
সোমবার (৭ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পেকুয়া থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে পেকুয়া সদর ইউনিয়নের সালাহউদ্দিন ব্রিজ এলাকা থেকে আটক করা হয়। আটককৃত আব্দু রহিম চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের পহরচাঁদা পশ্চিম পাড়ার মৃত রফিক আহমদের ছেলে।
জানা গেছে, কক্সবাজার সদর থানায় পেকুয়ার এক শিক্ষার্থী বাদী হয়ে তার বিরুদ্ধে পর্নোগ্রাফি ও চাঁদাবাজির অভিযোগে মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে আদালত পেকুয়া থানা পুলিশকে আসামিকে গ্রেপ্তারের নির্দেশ দেন।
এসআই রুহুল আমিন জানান, মামলার আসামি আব্দু রহিমকে আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হবে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।