আব্দুস সালাম, টেকনাফ

টেকনাফ মেরিন ড্রাইভ সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ ৭ জন পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড ও র‌্যাব। একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা থেকে বিশেষভাবে লুকিয়ে রাখা এসব মাদক উদ্ধার করা হয়।

আটকরা হলেন টেকনাফ উপজেলার সুলতান আহমেদ (৩৫), জাহাঙ্গীর হোসেন (২৬), আব্দুল্লাহ (২০), রিয়াজ উদ্দীন (১৯), আব্দুল মান্নান (২৫), কামাল হোসেন (৩০) ও জাহাঙ্গীর আলম (২৯)।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার মধ্যরাতে কোস্টগার্ড পূর্ব জোনের বিসিজি আউটপোস্ট শাহপরীর দ্বীপ এবং র‍্যাব-১৫ সিপিসি-১ এর যৌথ অভিযান পরিচালিত হয়।

টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়া হ্যাচারি সংলগ্ন সমুদ্র এলাকায় চালানো এই অভিযানে একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকার ইঞ্জিনরুমে বিশেষভাবে লুকিয়ে রাখা ব্যাগের ভেতর থেকে ইয়াবার চালান উদ্ধার করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, জব্দকৃত ইয়াবা ও আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ২৪ ঘণ্টা টহল কার্যক্রম চালিয়ে যাচ্ছে। উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।