সিবিএন ডেস্ক ;

ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর গণহত্যা ও ভারতে মুসলমানদের ওপর নিপীড়নের প্রতিবাদে কক্সবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শুক্রবার (২১ মার্চ, ২০ রমজান) জুমার নামাজের পর শহরের খুরুশকুল রাস্তার মাথা থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা গেটে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, মার্কিন সাম্রাজ্যবাদের প্রত্যক্ষ মদদে পবিত্র ভূমি ফিলিস্তিনের গাজায় ইসরায়েল নির্বিচারে গণহত্যা চালাচ্ছে। প্রতিদিন নারী, শিশু ও অসংখ্য নিরীহ মুসলমান নিহত হচ্ছে। এটি মানবতাবিরোধী অপরাধ এবং বিশ্ব মুসলিমের হৃদয়ে রক্তক্ষরণ ঘটাচ্ছে। একইভাবে, ভারতে মুসলমানদের ওপর চরম নিপীড়ন চলছে।

বক্তারা আরও বলেন, ফিলিস্তিন, ভারতসহ বিভিন্ন দেশে মুসলমানদের ওপর হত্যাযজ্ঞ ও আগ্রাসন চললেও জাতিসংঘ, ওআইসি ও আরব লীগ নীরব। এই নীরবতা রহস্যজনক ও নিন্দনীয়। তারা অবিলম্বে এ হত্যাযজ্ঞ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।

বক্তারা মুসলমানদের প্রতি ইসরায়েল, ভারত ও মার্কিন পণ্য বর্জনের আহ্বান জানান এবং এসব দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি তোলেন। এছাড়া, বিশ্বব্যাপী মুসলিম উম্মাহর সংকট থেকে উত্তরণের জন্য ইসলামী শক্তির ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ।

জেলা হেফাজতে ইসলামের সদস্য সচিব মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে স্বাগত বক্তব্য দেন জেলা আহ্বায়ক কমিটির সদস্য হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর। বক্তব্য রাখেন পৌর শাখার আহ্বায়ক মাওলানা সায়েম হোসেন চৌধুরী, জেলা নেজামে ইসলাম পার্টির সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান জিহাদী, জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা জেএইচএম ইউনুছ, পৌর হেফাজত নেতা মুফতি ইউসুফ মক্কী, মুফতি আব্দুল কুদ্দুস, মাওলানা রিদুয়ান, নুরুল ইসলাম ও মুহাম্মদ রাকিব প্রমুখ।

এছাড়া, হাফেজ ওমর ফারুক, হাফেজ সাইফুল ইসলাম, মাওলানা আকতার হোসাইন ও ছাত্রনেতা আহমদ ইয়াছিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।