বান্দরবানের লামা উপজেলার মিরিঞ্জা ভ্যালি রিসোর্টে স্বামী ও তার বন্ধুদের সহায়তায় স্ত্রীকে গণধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।
মামলার পর পুলিশ স্বামী রুবেল (৩২) এবং তার বন্ধু সাগর (৩০) কে গ্রেপ্তার করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার রিসোর্টে ভয়-ভীতি দেখিয়ে স্ত্রীকে ধর্ষণ করা হয়। ১১ মার্চ রিসোর্ট থেকে পালিয়ে হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর ওই নারী থানায় গিয়ে মামলা করেন।
মামলায় আরও দুই জনের নাম উল্লেখ করা হয়েছে এবং দুইজন অজ্ঞাতনামা আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।
বান্দরবান অতিরিক্ত পুলিশ সুপার বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।