মোঃ ওসমান গনি (ইলি), কক্সবাজার:

কক্সবাজারে সংবাদ প্রকাশের জেরে দৈনিক নয়া শতাব্দীর জেলা প্রতিনিধি শাহীন মুহাম্মদ রাসেলকে ইয়াবা মামলায় ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক দিদারুল আলমকে ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন জেলার কর্মরত সাংবাদিকরা।

সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সহকারী পরিচালক দিদারুল আলম ব্যক্তিগত ক্ষোভ থেকে সাংবাদিক শাহীন মুহাম্মদ রাসেলকে মাদক মামলায় জড়ানোর চেষ্টা করেছেন।

এ সময় বক্তারা দিদারুল আলমকে ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের দাবি জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন আরটিভির জেলা প্রতিনিধি সাইফুর রহীম শাহীন, কক্সবাজার রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাসেল চৌধুরী, যুগান্তরের জেলা প্রতিনিধি জসিম উদ্দিন, এটিএন বাংলার শাকিল মোয়াজ্জেমসহ সংশ্লিষ্ট অন্যান্য সাংবাদিকরা।