সিবিএন ডেস্ক ;
কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের গোলাগুলি হয়। শনিবার (৯ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে ক্যাম্পের ৮ ইস্ট বি-৬১ ব্লকে এ ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে মোহাম্মদ রফিক (৩০) নামে এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়।
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মোতালেব (২২) ও জুনায়েদ (১৮) নামে দুই রোহিঙ্গাকে গ্রেফতার করেছে এপিবিএন পুলিশ। তারা বর্তমানে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসেন জানান, ক্যাম্প পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় নিহতের মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত ৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কায়সার রিজভী কোরায়েশী বলেন, ‘দুই গ্রুপের মধ্যে গোলাগুলি হয়েছে, এতে এক রোহিঙ্গা নিহত হয়েছে। নিহত যুবক বুদ্ধিপ্রতিবন্ধী ছিলেন বলে জানা গেছে।’