আব্দুস সালাম, টেকনাফ

টেকনাফের নাফনদী সীমান্ত দিয়ে মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ চোরাইপণ্যসহ দুই পাচারকারীকে আটক করেছে পুলিশ। এসময় চোরাইপণ্য বহন কাজে ব্যবহৃত দুইটি ইজিবাইক জব্দ করা হয়েছে।

শুক্রবার (৭ মার্চ) এ তথ্য জানিয়েছেন টেকনাফ মডেল থানার (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।

আটককৃতরা হলেন, টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং এলাকার নুরুল কবিরের ছেলে গিয়াস উদ্দিন (৪০) এবং একই এলাকার নুরুল হাসানের ছেলে মোহাম্মদ হোছন (৩৪)। তারা জব্দ করা ইজিবাইক দুইটির চালক এবং চোরাচালান চক্রের সদস্য।

ওসি গিয়াস উদ্দিন বলেন, শুক্রবার ভোরে কক্সবাজার-টেকনাফ প্রধান সড়কের পূর্বপাশে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং এলাকায় নাফনদীর বেড়িবাঁধ সংলগ্ন কাঁচা রাস্তা দিয়ে চোরাইপণ্যের বড় একটি চালান পাচারের খবর পায় পুলিশ। পরে পুলিশের একটি টিম সেখানে অভিযান চালায়।

এক পর্যায়ে সীমান্তের দিকে ব্যাটারি চালিত দুই ইজিবাইক আসতে দেখে পুলিশ সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এতে পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে গাড়ি থামিয়ে দুইজন লোক দৌড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে তাদের আটক করা সম্ভব হলেও গাড়ি দুইটির পেছনে থাকা মোটরসাইকেল আরোহী তিনজন দ্রুত পালিয়ে যায়।

পরে ইজিবাইক দুটি তল্লাশি চালিয়ে মায়ানমারে পাচারের জন্য বহন করা ৯৫ কার্টুন বিভিন্ন প্রকারের কোমল পানীয়, ৩৮ কার্টুন বিভিন্ন প্রকারের জুস, ১০ কার্টুন তরল দুধ এবং ৩০ কেজি ওজনের দুটি বস্তা মুড়ি উদ্ধার করা হয়। এসময় চোরাইপণ্য পরিবহন কাজে ব্যবহৃত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, পাচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হবে।