আব্দুস সালাম, টেকনাফ প্রতিনিধি;
টেকনাফের গহীন পাহাড় থেকে পাঁচ দিন পর অপহৃত দুই যুবককে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় মুক্তিপণের টাকাসহ তিন অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।
অপহৃতরা হলেন বগুড়া জেলার হলিদাবগা এলাকার আব্দুল হামিদের ছেলে মো. সবুজ (৩০) এবং খান্দা ভিআইপি রোড এলাকার আহাম্মদ আলীর ছেলে মেহেদি হাসান টিটু (৩০)। অপহরণকারীরা তাদের মুক্তিপণের জন্য আটক রেখেছিল।
সোমবার (৩ মার্চ) টেকনাফের লেদা টাওয়ার সংলগ্ন এলাকা থেকে দুই ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত অপহরণকারীরা হলেন- ১. টেকনাফের হ্নীলা ইউনিয়নের মোলভী পাড়া এলাকার মো. খোরশেদ আলম (৩৫), ২. নুরুল ইসলামের ছেলে মো. ফয়সাল (১৯), ৩. মৃত আবুল হোসেনের ছেলে মো. ইউসুফ (৩০)।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, গত ২৬ ফেব্রুয়ারি মেহেদি হাসান টিটু এবং মো. সবুজ বগুড়া থেকে কক্সবাজারে আসেন। রাত ১১টার দিকে টেকনাফের হ্নীলা স্টেশনে পৌঁছালে পরিকল্পিতভাবে তাদের অপহরণ করা হয়। পরে গহীন পাহাড়ে নিয়ে গিয়ে তাদের মারধর করা হয় এবং ভিডিও ধারণ করে পরিবার থেকে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
গত রবিবার (২ মার্চ) টেকনাফ মডেল থানায় অভিযোগের ভিত্তিতে অপহরণের ঘটনায় মামলা দায়ের করা হয়। এরপর পুলিশের অভিযানে অপহৃতদের উদ্ধার করা হয় এবং মুক্তিপণের ১ লাখ ২৫ হাজার টাকার একটি অংশ উদ্ধার করা হয়।
অপহরণকারীদের মোবাইল অ্যাকাউন্টের মাধ্যমে মুক্তিপণের টাকা পাঠানো হয়েছিল, যা পুলিশ শনাক্ত করে এবং তিন অপহরণকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
ওসি জানান, এই চক্রটি দীর্ঘদিন ধরে অপহরণ করে মুক্তিপণ আদায় করে আসছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
