সিবিএন ডেস্ক
পথসভায় বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘বাংলাদেশের জন্ম দিয়েছে ৭১, আর ২৪ সালে আমরা ফ্যাসিবাদ মুক্ত হয়েছি। এই কারণে আমরা আজ মত প্রকাশের স্বাধীনতা পেয়েছি। ৭১ এবং ২৪-কে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই, দুইটাই স্বতন্ত্র।’
বর্তমান সময়ে ভিন্নমত প্রকাশের স্বাধীনতার সুযোগ তৈরি হয়েছে। তিনি বলেন, শেখ পরিবারের বিরুদ্ধে কথা বললে নিশ্চিত গুম করতো, জেলে নিতো, আয়না ঘরে নিতো।
গতরাত (৪ ডিসেম্বর )ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী ও এনসিপি’র দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ্ দেবীদ্বারের বরকামতা ইউনিয়নের বাগমারা, ব্রাহ্মণখারা, প্রেমু, আশরা, কোরপাই- মেইল গেইট, বরকামতা, বাগুর এবং জাফরাবাদসহ বিভিন্ন এলাকায় ভোটারদের সাথে ব্যাপক গণসংযোগ ও পথসভায় এসব কথা বলেন।
দলীয় কার্যক্রম প্রসঙ্গে হাসনাত আব্দুল্লাহ জানান, তাঁর সাথে অনেকে গোপনে আবার অনেকে প্রকাশ্যে সম্পর্ক রাখছেন। যারা গোপনে সম্পর্ক রাখছেন, তাদের স্বার্থের অনেক ব্যাপার আছে, কারণ তারা হয়তো আগে অন্য রাজনৈতিক দল করেছেন এবং এখন প্রকাশ্যে এলে অন্যরা নাখোশ হতে পারে। তবে, যারা প্রকাশ্যে সমর্থন করছেন, তারা মূলত একদল তরুণ।
তরুণদের প্রতি আস্থা প্রকাশ করে এনসিপি প্রার্থী বলেন, “এই তরুণরা এখন আসছে, আমরা বিশ্বাস করি তারা তাদের মা-বাবাকেও নিয়ে আসবে।” তিনি আরও বলেন, দেবীদ্বারে মাত্র ৫-৭ জন দিয়ে তাঁদের রাজনীতি শুরু হয়েছিল, যা আস্তে আস্তে বড় হচ্ছে এবং হতে থাকবে।
হাসনাত আব্দুল্লাহ উপস্থিতিদের উদ্দেশ্য করে বলেন, “ইউনিয়ন পরিষদ থেকে মাতৃ-কালীন ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, সেলাই মেশিন, গরু, চাল, গম, চিনি ও কর্মসংস্থানের ব্যবস্থা এইগুলা সরকারিভাবে করে দেয় কিন্তু এইগুলো আপনারা পান না, এইগুলা চেয়ারম্যান খায়, মেম্বার খায়।
নেতাদের উদ্দেশ্য করে বলেন, নেতারা নির্বাচনের আগে নতুন পাঞ্জাবি ইস্তিরি করে একদম রান্নাঘরে ঢুকে যায়, এরপর মা-বোন ডাকে, আপনারা যদি গোবর ছড়ান তখন সে আপনাদের সাথে এসে গোবরও ছড়াবে কিন্তু নির্বাচনের পরে আর তাকে খুঁজে পাওয়া যায় না।”
গ্যাস সংযোগের প্রতিশ্রুতিকে তিনি মিথ্যাচার বলে উল্লেখ করেন। তিনি বলেন, কোনো এমপি প্রার্থী যদি আপনাদের এসে বলে আমাকে ভোট দেন আমি আপনাদের গ্যাস দিয়ে দিব সে শতভাগ মিথ্যুক। স্বয়ং মন্ত্রী হলেও গ্যাস দিতে পারবে না। সরকার বাসা বাড়িতে এখন গ্যাস দেয় না কারণ সরকার গ্যাস দিয়ে বিদ্যুৎ ও সার তৈরি করেন।
