সিবিএন:
কক্সবাজার জেলায় নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন এ.এন.এম সাজেদুর রহমান। ৩০ নভেম্বর তিনি কক্সবাজার জেলা পুলিশের সর্বোচ্চ দায়িত্বভার গ্রহণ করেছেন।
এ.এন.এম সাজেদুর রহমান বগুড়া জেলার সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান এবং ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। ইতোপূর্বে তিনি পুলিশ সুপার, এসবি, ঢাকা এবং পুলিশ সুপার, হবিগঞ্জ জেলা হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
যোগদান উপলক্ষে তিনি জানান, সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে পর্যটন নগরী কক্সবাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে তিনি বদ্ধপরিকর। কক্সবাজারের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।
তিনি কক্সবাজারকে আরও নিরাপদ ও শান্তিপূর্ণ জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
