নুরুল করিম, মহেশখালী:
অপারেশন ‘ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে মহেশখালীতে পৌর তাঁতী লীগ নেতা ও বড় মহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতাকে আটক করেছে মহেশখালী থানা পুলিশ।
সোমবার (১০ ফেব্রুয়ারি) তাদের আদালতে পাঠানো হয়।
আটককৃতরা হলেন- ফ্যাসিস্ট সরকারের জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা ডা. নুরুল আলমের ছেলে ও পৌর তাঁতী লীগের নেতা সাদেক উল্লাহ এবং দেবেঙ্গাপাড়া গ্রামের নচরত আলীর ছেলে ও বড় মহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সিরাজ মেম্বার।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মামলা রয়েছে এবং উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।