এবারের একুশে পদকে বিজ্ঞান ও প্রযুক্তি ক্যাটাগরিতে অভ্র কিবোর্ডের নির্মাতা মেহেদী হাসান খানকে মনোনীত করা হলেও, তিনি এককভাবে পুরস্কার নিতে রাজি নন। কারণ, অভ্র তৈরিতে তার আরও তিন বন্ধুর গুরুত্বপূর্ণ অবদান ছিল। ফলে সরকার সিদ্ধান্ত নিয়েছে, চার নির্মাতাকেই দলগতভাবে একুশে পদকে সম্মানিত করা হবে।

রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী তার ফেসবুক পোস্টে এই সিদ্ধান্তের কথা জানান।

তিনি লিখেছেন, “আমরা জানতাম মেহেদী হাসান খান এককভাবে পুরস্কার গ্রহণ করতে আগ্রহী নন। অতীতেও তাকে পুরস্কারের প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তিনি তা নেননি। তবু আমরা আমাদের ক্যাবিনেট থেকে পুরস্কার ঘোষণা করেছি, কারণ আমরা দেখাতে চেয়েছি, কাদের সেলিব্রেট করা উচিত।”

মেহেদী হাসান খান ছাড়াও রিফাত নবী, তানবিন ইসলাম সিয়াম এবং শাবাব মুস্তাফা—এই তিনজন অভ্র কিবোর্ড তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাই চারজনকেই একুশে পদকে সম্মানিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফারুকী বলেন, “মেহেদী একা এই কৃতিত্ব নিতে চাননি। তার তিন বন্ধু ছাড়া তিনি পুরস্কার নিতে চাননি। তাই আমরা আনন্দের সাথে জানাচ্ছি, অভ্রর জন্য এই চার গুণীকেই দলগতভাবে একুশে পদক দেওয়া হবে।”

উপদেষ্টা ফারুকী আরও জানান, চার নির্মাতাই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশে আসছেন পুরস্কার গ্রহণ করতে। তিনি মনে করেন, এটি তরুণদের জন্য একটি বড় অনুপ্রেরণা হয়ে থাকবে।

গত বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি), বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে ১৫ জনকে একুশে পদকের জন্য মনোনীত করা হয়। তখন বিজ্ঞান ও প্রযুক্তি ক্যাটাগরিতে শুধু মেহেদী হাসান খানের নাম ঘোষণা করা হয়েছিল। কিন্তু তার দলগত স্বীকৃতির দাবির পরিপ্রেক্ষিতে সরকার চারজনকেই পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেয়।