মো. আরকান, পেকুয়া প্রতিনিধি;

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের কক্সবাজার আগমন উপলক্ষে পেকুয়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এক স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বিকাল সাড়ে ৪টায় আলহাজ্ব কবির আহমদ চৌধুরী বাজার থেকে শুরু হয়ে মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌমুহনী চত্বরে এক পথসভায় মিলিত হয়।

পথসভায় বক্তব্য রাখেন: উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইমতিয়াজ উদ্দিন, সহকারী সেক্রেটারি ও সাবেক ভাইস-চেয়ারম্যান অধ্যাপক নুরুজ্জামান মঞ্জু, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুহাম্মদ দিদারুল ইসলাম, ইসলামী ছাত্র শিবিরের সভাপতি শাহাদাত মোস্তফা নুরী।

সভাটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি পল্লী চিকিৎসক নুরুল কবির।

বক্তারা বলেন, আগামী ৮ ফেব্রুয়ারি কক্সবাজারে অনুষ্ঠিত কর্মী সম্মেলন সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রস্তুতি নিতে হবে এবং আওয়ামী ষড়যন্ত্র রুখতে হবে।

তারা আরও বলেন, বাংলাদেশকে একটি বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে জামায়াতে ইসলামীর কোনো বিকল্প নেই। এই লক্ষ্য অর্জনে জামায়াতে ইসলামী সংগ্রাম চালিয়ে যাচ্ছে এবং ইনশাআল্লাহ, তা বাস্তবায়ন করবে।

উপজেলার প্রত্যেক ইউনিয়ন থেকে শত শত নেতাকর্মী ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে মিছিলসহকারে স্বাগত মিছিলে অংশগ্রহণ করেন।