সিবিএন ডেস্ক ;

চট্টগ্রাম-কক্সবাজার নতুন রেলপথে চালু হওয়া সৈকত এক্সপ্রেস ও প্রবাল এক্সপ্রেসের প্রথম দিনে (১ ফেব্রুয়ারি) যাত্রীদের ব্যাপক ভিড় দেখা গেছে।

কক্সবাজার আইকনিক রেল স্টেশন থেকে প্রথম দিনেই ৪ লাখ ৭২ হাজার ৪৩৮ টাকার টিকিট বিক্রি হয়েছে।

কক্সবাজার রেল স্টেশনের মাস্টার মো. গোলাম রব্বানি জানান, হাতি চলাচলের এলাকায় গতি সীমাবদ্ধতা ও অন্যান্য কাজ অসমাপ্ত থাকায় সৈকত এক্সপ্রেস নির্ধারিত সময়ের চেয়ে ৩০ মিনিট দেরিতে পৌঁছায়।

প্রবাল এক্সপ্রেস (৮২২) থেকে ৯২১টি টিকিট বিক্রি হয়েছে, আয় ২ লাখ ৮ হাজার ৯২৩ টাকা।
সৈকত এক্সপ্রেস (৮২৪) থেকে ১,১৩৪টি টিকিট বিক্রি হয়েছে, আয় ২ লাখ ৬৩ হাজার ৫১৫ টাকা।
সর্বমোট ২,০৫৫টি টিকিট বিক্রি হয়েছে কক্সবাজার স্টেশন থেকে।

প্রথম দিনেই কক্সবাজার-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল নিয়ে যাত্রীদের মধ্যে বিপুল উচ্ছ্বাস দেখা গেছে।

সৈকত এক্সপ্রেস: চট্টগ্রাম থেকে প্রতিদিন ভোর ৬:১৫ মিনিটে ছেড়ে সকাল ৯:৫৫ মিনিটে কক্সবাজার পৌঁছাবে। কক্সবাজার থেকে সন্ধ্যা ৮:১৫ মিনিটে রওনা হয়ে রাত ১১:৫০ মিনিটে চট্টগ্রামে পৌঁছাবে।

প্রবাল এক্সপ্রেস: কক্সবাজার থেকে সকাল ১০:৩৫ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে ছাড়বে। চট্টগ্রাম থেকে বিকাল ৩:১০ মিনিটে কক্সবাজারের উদ্দেশে যাত্রা করে সন্ধ্যা ৭:০০টায় পৌঁছাবে।

যাত্রাবিরতি স্টেশন: সৈকত এক্সপ্রেস: ষোলশহর, জানালীহাট, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, চকরিয়া, ডুলাহাজারা ও রামু।

প্রবাল এক্সপ্রেস: ষোলশহর, গোমদণ্ডী, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, লোহাগাড়া, চকরিয়া, ডুলাহাজারা, ইসলামাবাদ ও রামু।