সিবিএন ডেস্ক
ক্রিকেটপ্রেমীদের জন্য দারুণ খবর! দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্স প্রায় চার বছরের বিরতির পর আবার ক্রিকেটে ফিরছেন। তিনি নেতৃত্ব দেবেন ‘গেম চেঞ্জার্স সাউথ আফ্রিকা চ্যাম্পিয়নস’ দলকে, যা অংশ নেবে দ্বিতীয় সংস্করণের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস (ডাব্লিউসিএল) টুর্নামেন্টে। এখানে একঝাঁক কিংবদন্তি ক্রিকেটারদের নিয়ে হবে রোমাঞ্চকর লড়াই।
ডি ভিলিয়ার্স জানিয়েছেন, ক্রিকেটের প্রতি ভালোবাসা আবারও তাকে অনুপ্রাণিত করেছে। তিনি বলেন, “চার বছর আগে আমি বিদায় নিয়েছিলাম, কারণ তখন আর খেলার আগ্রহ ছিল না। তবে আমার ছেলেরা যখন ক্রিকেট খেলতে শুরু করল, আমরা বাগানে একসঙ্গে খেলি, তখন আবার সেই আগ্রহটা জেগে উঠল।”
তিনি আরও জানান, বর্তমানে তিনি জিম ও নেটে ফেরার প্রস্তুতি নিচ্ছেন এবং জুলাইয়ে পুরোপুরি প্রস্তুত হয়ে ডাব্লিউসিএলে মাঠে নামবেন।
গেম চেঞ্জার্স দলের স্কোয়াডে রয়েছেন জ্যাক ক্যালিস, হার্শেল গিবস, ডেল স্টেইন ও ইমরান তাহিরের মতো তারকারা। ডি ভিলিয়ার্সের নেতৃত্বে দলটি আরও শক্তিশালী ও অনুপ্রাণিত বলে মনে করছেন ম্যানেজমেন্ট।
দলের কো-ওনার অমন্দীপ সিং বলেন, “এবি ডি ভিলিয়ার্স কেবল একজন খেলোয়াড় নন; তিনি এক জীবন্ত কিংবদন্তি। তার নেতৃত্ব আমাদের দলের শক্তি বহুগুণ বাড়াবে।”
ডাব্লিউসিএল প্রতিষ্ঠাতা হর্ষিত তোমার বলেন, “এই টুর্নামেন্টের মূল লক্ষ্যই ছিল ক্রিকেটের সোনালি যুগের তারকাদের ফিরিয়ে আনা। এবি ডি ভিলিয়ার্সকে আবার মাঠে দেখা ক্রিকেটপ্রেমীদের জন্য একটি অসাধারণ অভিজ্ঞতা হবে।”
ডি ভিলিয়ার্সের প্রত্যাবর্তন শুধু তার দলের জন্য নয়, পুরো টুর্নামেন্টের জন্যই এক মাইলফলক। তার বোল্ড শট, অসাধারণ ফিনিশিং এবং মাঠে তার উপস্থিতি আবারও ক্রিকেটপ্রেমীদের মনে ফিরিয়ে আনবে সোনালি দিনের স্মৃতি।