পৃথিবীর আকাশে এক বিরল দৃশ্য দেখা দিয়েছে—একসঙ্গে চারটি গ্রহ। শুক্র, শনি, মঙ্গল ও বৃহস্পতি গ্রহকে আকাশে সারিবদ্ধ অবস্থায় দেখতে পাওয়া গেছে। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে সাধারণ মানুষ এ দৃশ্য উপভোগের সুযোগ পেয়েছে।
জ্যোতির্বিজ্ঞানীদের ভাষায়, এ গ্রহগুলোর এমন সারিবদ্ধ অবস্থানকে বলা হয় ‘প্ল্যানেট প্যারেড’। সন্ধ্যার আকাশে সূর্যাস্তের ঠিক পরেই পশ্চিম দিকে প্রথম দেখা যায় শুক্র গ্রহ, যা ‘সন্ধ্যা তারা’ নামেও পরিচিত। এরপর আকাশে উঁকি দেয় বৃহস্পতি, যা থাকে প্রায় সোজা মাথার ওপর। শুক্র গ্রহের সামান্য নিচে দেখা যায় শনি গ্রহ। মঙ্গল গ্রহ দেখা মেলে আকাশের পূর্ব-উত্তর প্রান্তে কিছুটা পরে।
পৃথিবীর অবস্থানের কারণে আমরা এই গ্রহগুলোকে আকাশে সারিবদ্ধভাবে দেখছি। এ ঘটনা চলবে ফেব্রুয়ারির প্রায় পুরোটা সময়।
শনিবার (২৫ জানুয়ারি) ঢাকার কলাবাগানে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহযোগিতায় ‘প্ল্যানেট প্যারেড’ উপভোগের আয়োজন করা হয়। সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত চলা এ অনুষ্ঠানে বহু মানুষ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি মশহুরুল আমিন বলেন, “আকাশে গ্রহগুলোর এ সারিবদ্ধ অবস্থান খুবই সাধারণ ঘটনা। সূর্যকে ঘিরে প্রতিটি গ্রহের আবর্তনের ফলে এ ধরনের দৃশ্য মাঝেমধ্যেই দেখা যায়।”
এমন ব্যতিক্রমী আকাশীয় ঘটনা দেখতে পেরে মানুষজন উচ্ছ্বসিত। জ্যোতির্বিজ্ঞানে আগ্রহ বাড়ানোর জন্য এ ধরনের আয়োজন গুরুত্ব বহন করে।