আব্দুস সালাম, টেকনাফ ;

কক্সবাজারের টেকনাফের নাফ নদীর বঙ্গোপসাগরের মোহনায় মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ নিত্যপণ্য জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। একই সঙ্গে পাচারে ব্যবহৃত একটি বোটও জব্দ করা হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. শাকিব মেহবুব (বিএন)। তিনি জানান, শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, চট্টগ্রাম থেকে একটি ইঞ্জিনচালিত কাঠের বোটে বিপুল পরিমাণ নিত্যপ্রয়োজনীয় পণ্য নাফ নদীর বঙ্গোপসাগরের মোহনা হয়ে মিয়ানমারে পাচার করা হবে। এ তথ্যের ভিত্তিতে বিসিজি স্টেশন শাহপরী কর্তৃক শাহপরী দ্বীপ পশ্চিম পাড়া বেড়িবাঁধ সংলগ্ন সমুদ্র সৈকত এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়।

অভিযান চলাকালীন ওই এলাকায় একটি কাঠের বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ডের অভিযানিক দল থামার সংকেত দেয়। তবে পাচারকারীরা সংকেত অমান্য করে শাহপরী দ্বীপ গোলারচর এলাকায় বোট রেখে পালিয়ে যায়। পরে বোটটি তল্লাশি করে ৩০ বস্তা আলু, ৩৫ বস্তা পেঁয়াজ, ১৪ বস্তা রসুন, ৩০ বস্তা লোহার পেরেক, ১৫ কার্টন টিনের পেরেক, ৭৭টি টিন ও ৩৪ কেজি চা পাতা জব্দ করা হয়।

তিনি আরও জানান, জব্দকৃত মালামাল ও বোটটি পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য টেকনাফ কাস্টমস শুল্ক গুদামে জমা রাখা হয়েছে। অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।