সিবিএন ডেস্ক ;
র্যাব-২ রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় অভিযান চালিয়ে ১০ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে। শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে এই অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ২টি সামুরা, ১টি চাপাতি, ৩টি চাকু ও ৪টি ফোল্ডিং চাকু জব্দ করা হয়েছে।
র্যাবের সহকারী পরিচালক খান আসিফ তপু জানান, অভিযানে আদাবর থানার দস্যুতা মামলার প্রধান আসামি মো. মেহেদী ওরফে ছিনতাইকারী মেহেদীসহ ১০ জন ধরা পড়ে।
মেহেদী ছাড়াও গ্রেপ্তারকৃতরা হলেন মো. মাইনুদ্দিন, মো. শরীফ ওরফে মোহন, মইন আলী, অপরাজিত আহমেদ অমিত, মো. মাসুম, চনু মিয়া, মো. শাহিন, ইব্রাহিম খলিল, এবং আকাশ।
মেহেদী জিজ্ঞাসাবাদে জানিয়েছে, সে মাউরা সোহেলের অন্যতম সহযোগী এবং চাঁদাবাজি, ডাকাতি, মাদক ব্যবসা ও ছিনতাইয়ে জড়িত।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোহাম্মদপুর ও আদাবর থানায় হস্তান্তর করা হয়েছে।