সিবিএন ডেস্ক
কনমেবলের অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ৬-০ গোলে বড় ব্যবধানে হারিয়ে উজ্জীবিত শুরু করেছে আর্জেন্টিনা।
শনিবার (২৫ জানুয়ারি) ভেনেজুয়েলার মিসায়েল স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচে একপেশে খেলায় জয় তুলে নেয় আলবিসেলেস্তেরা।
ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তিবদ্ধ ক্লদিও এচেভেরি জোড়া গোল করে দলের জয়ে মূল ভূমিকা রাখেন। ইয়ান সুবিয়াবরে, অগাস্টিন রুবের্তো ও সান্তিয়াগো হিদালগো একটি করে গোল করেন, আর একটি গোল আসে ব্রাজিলের আত্মঘাতী থেকে।
ম্যাচের ষষ্ঠ মিনিটে ইয়ান সুবিয়াবরের গোলে শুরু হয় আর্জেন্টিনার দাপট। এক মিনিট পরেই এচেভেরির গোল ব্রাজিলকে ২-০ ব্যবধানে পিছিয়ে দেয়। ১১তম মিনিটে ব্রাজিলের ইগোর সেরেতোর আত্মঘাতী গোল ব্যবধান বাড়িয়ে ৩-০ করে।
বিরতির পর আর্জেন্টিনা আরও শক্তিশালী হয়ে ফিরে আসে। ৫২তম মিনিটে রুবের্তো, ৫৪তম মিনিটে এচেভেরি এবং ৭৮তম মিনিটে হিদালগোর গোলে শেষ হয় ব্রাজিলের জন্য দুঃস্বপ্নের রাত।
এই জয়ের মধ্য দিয়ে ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে জায়গা করে নেওয়ার মিশনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল আর্জেন্টিনা।
ব্রাজিল তাদের পরবর্তী ম্যাচে সোমবার (২৭ জানুয়ারি) বলিভিয়ার মুখোমুখি হবে। অন্যদিকে আর্জেন্টিনা একই দিন কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে।