আব্দুস সালাম, টেকনাফ ;
কক্সবাজারের টেকনাফে গরিব ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এম এম ইমরুল হাসান। রোববার (১৯ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত টেকনাফ উপজেলার সেন্টমার্টিন, শাহপরীরদ্বীপ ও দমদমিয়া এলাকায় এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সেক্টর সদর দপ্তর, রামুর অধিনায়ক মো. মহিউদ্দীন আহমেদ এবং টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান।
তিনি জানান, রোববার (১৯ জানুয়ারি) টেকনাফ ব্যাটালিয়নের অধীনস্থ সেন্টমার্টিনদ্বীপ বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বসবাসরত ১০০ জন শীতার্ত, গরিব ও দুস্থদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। এর আগে ১৩ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত দমদমিয়া ও শাহপরীরদ্বীপ বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বসবাসরত ১৪০ জন শীতার্ত, গরিব ও দুস্থদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
এছাড়া সীমান্ত পরিবার কল্যাণ সমিতি, উপশাখা সীপকস, টেকনাফের ব্যবস্থাপনায় আরও ২০০ জনসহ সর্বমোট ৪৪০ জন শীতার্ত, গরিব ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ শেষে কক্সবাজার রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এম এম ইমরুল হাসান বলেন, “বিজিবি সবসময়ই সমাজের দরিদ্র ও বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।”
