সিবিএন ডেস্ক ;
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্তে শনিবার দুপুরে বিএসএফ ও ভারতীয় নাগরিকরা অনুপ্রবেশ করে বাংলাদেশের আম গাছ কেটে নেওয়ার চেষ্টা করে। বিজিবি ও স্থানীয়দের তৎপরতায় তাদের এই কার্যক্রম ব্যর্থ হয়।
বিএসএফ ও ভারতীয়দের অনুপ্রবেশের সময় স্থানীয়রা বিজিবিকে সহযোগিতা করতে এগিয়ে আসে। উত্তেজনা বাড়লে বিএসএফ ৪টি সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে, ভারতীয়রা পাথর ছোড়ে।
সংঘর্ষে শিবগঞ্জের আসমাউল (১৮) ও বাবু (২৬) আহত হন। বিকেলে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকে গাছ কাটার বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে বলে বিএসএফ।
সীমান্তের বাসিন্দারা জানান, বিজিবির আহ্বানে সাড়া দিয়ে তারা সংঘর্ষস্থলে আসেন। পাল্টা ধাওয়ায় ভারতীয়রা জয় শ্রীরাম স্লোগান দিতে দিতে কাটা গাছ ফেলে পালিয়ে যায়।
৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, দ্রুত পদক্ষেপের ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে সীমান্তে স্বাভাবিক অবস্থা বিরাজ করছে।