সিবিএন ডেস্ক ;

বান্দরবানের আলীকদম উপজেলায় লামা-আলীকদম সড়কের চৈক্ষং ইউনিয়নের তারাবনিয়া এলাকায় ডাম্পার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের পরিচয়: মো. বেলাল (৩০): আলীকদম চেয়ারম্যানপাড়া এলাকার বাসিন্দা, মিনহাজ (১৮): বাজারপাড়া এলাকার বাসিন্দা, ছৈয়দ আমিন (৪৫): চট্টগ্রামের মনুমিস্ত্রি কলোনীর বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের মতে, মোটরসাইকেলে থাকা তিনজন লামা থেকে আলীকদমে ফেরার পথে একটি মিনিট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা মিনি ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়।

আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুল্লাহ আল মুমিন বলেন,”দুর্ঘটনায় তিনজন নিহত হওয়ার খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করছে।”

নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে দুর্ঘটনার সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছেন স্থানীয়রা