সিবিএন ডেস্ক
শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য জানিয়েছেন, ভ্যাট হার অবিবেচকের মতো বাড়ানো হয়েছে, যা সামাজিক সুরক্ষার ক্ষেত্রে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে।
শনিবার (১৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে ‘অর্থনৈতিক শ্বেতপত্র, সংস্কার ও বাজেট’ বিষয়ক সংলাপে তিনি এই মতামত তুলে ধরেন।
ড. দেবপ্রিয় বলেন, “শ্বেতপত্র নিয়ে অনেকে ভুল ব্যাখ্যা করছেন। সরকারের ভেতর থেকে সুপারিশ ও পরবর্তী পদক্ষেপ নিয়ে অনিশ্চিত বক্তব্য আসছে। প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক খাতে কিছু মনোযোগ থাকলেও অর্থনৈতিক সংস্কারের দিকে সরকারের মনোযোগের অভাব স্পষ্ট।”
তিনি আরও বলেন, “দেশের প্রবৃদ্ধির হার কমছে, এবং এটি যে বাড়বে তার সম্ভাবনাও নেই। এরই মধ্যে দেশ মধ্যমেয়াদি ফাঁদে আটকা পড়েছে। পাশাপাশি জ্বালানি খাত নিয়ে নতুন শঙ্কা তৈরি হচ্ছে।”