সিবিএন ডেস্ক ;

‘সারজিস আলমসহ ৪৫ জনের পাসপোর্ট সেনাবাহিনী জব্দ করেছে’—এমন একটি ভুয়া খবর ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

১৫ জানুয়ারি আন্তর্জাতিক ফ্যাক্টচেক সংস্থা রিউমর স্ক্যানার জানায়, দাবিটি সম্পূর্ণ মিথ্যা। সেনাবাহিনী এমন কোনো অভিযান পরিচালনা করেনি।

১২ জানুয়ারি BBC NEWS 2470 নামক একটি অখ্যাত ব্লগে এই ভুয়া খবর প্রথম প্রকাশিত হয়। প্রতিবেদনে দাবি করা হয়, সেনাবাহিনী গোপন অভিযানে সারজিস আলমসহ ৪৫ জনকে আটক করে এবং তাদের পাসপোর্ট ও নথি জব্দ করে।

আইএসপিআর (আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর) এই খবরকে পুরোপুরি ভিত্তিহীন এবং মিথ্যা বলে নিশ্চিত করেছে।

মূলধারার কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে এ ধরনের খবরের সত্যতা মেলেনি। ফলে ফ্যাক্টচেক নিশ্চিত করেছে, এটি উদ্দেশ্যপ্রণোদিত ভুয়া প্রচারণা।