সিবিএন ডেস্ক

ক্ষমতার অপব্যবহার করে রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে আলাদা দু’টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলায় ৮ জন, এবং সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ১৫ জন আসামি হয়েছেন।

দুদক অভিযোগ করেছে যে, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে তার ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল প্রকল্পের কূটনৈতিক এলাকায় ২৭ নম্বর সেক্টরের ২০৩ নম্বর রাস্তায় একটি প্লট নিজের নামে বরাদ্দ নিয়েছেন। এছাড়াও, তার পরিবারের অন্যান্য সদস্যদের নামে পৃথক প্লট বরাদ্দ করে মোট ৬০ কাঠার প্লট অর্পণ করেছেন।

দুদক এসব অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনের অধীনে মামলা করেছে। এর আগে, শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা এবং তার ছেলে-মেয়ে, এমনকি যুক্তরাজ্যের প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছিল।