বাংলাদেশে প্রথমবারের মতো শনাক্ত হয়েছে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি)। রবিবার (১২ জানুয়ারি) সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) ভাইরোলজি বিভাগের প্রধান ডা. আহমেদ নওশের আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
এইচএমপিভি মৌসুমী ফ্লুর মতো শ্বাসতন্ত্রে জটিলতা সৃষ্টি করে। তবে এটি কতটা বিপজ্জনক এবং জীবনের জন্য কত বড় হুমকি হয়ে উঠতে পারে, তা এখনো পরিষ্কার নয়।
বাংলাদেশে শনাক্ত হওয়া রোগীর শরীরে এইচএমপিভির পাশাপাশি আরও একটি ব্যাকটেরিয়া পাওয়া গেছে। তার নাম-পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।
চলতি বছরের জানুয়ারির শুরুতে চীনে প্রথম এইচএমপিভি শনাক্ত হয়। এরপর এটি জাপান, মালয়েশিয়া এবং ভারতে ছড়িয়ে পড়েছে।
ইনফ্লুয়েঞ্জার মতো আচরণ করা এই ভাইরাস নিয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করেছেন। তারা বলছেন, এটি করোনার মতো মহামারি আকার ধারণ করতে পারে।
যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এখনও এইচএমপিভি নিয়ে কোনো সতর্কতা ঘোষণা করেনি, তবে বিশেষজ্ঞদের শঙ্কা ২০২৫ সালের মধ্যে করোনার মতো নতুন মহামারি দেখা দিতে পারে।
নতুন ভাইরাসের বিস্তার রোধে দ্রুত নজরদারি ও সতর্কতা গ্রহণ করা প্রয়োজন বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা।