দীর্ঘদিন মোবাইলে কলরেট ও ইন্টারনেট খরচ কমানোর দাবি থাকলেও, এবার বাড়ানো হচ্ছে গ্রাহকদের কর। বিদ্যমান ২০ শতাংশ সম্পূরক শুল্কের সঙ্গে আরও ৩ শতাংশ যোগ করতে চলেছে সরকার। শিগগিরই এ নিয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে।
নতুন শুল্ক কার্যকর হলে ১০০ টাকা রিচার্জে গ্রাহক ব্যবহার করতে পারবেন মাত্র ৪৩ টাকা ৭০ পয়সা। এর বাকি ৫৬ দশমিক ৩ শতাংশ যাবে বিভিন্ন কর বাবদ।
নতুন কর আরোপে মোবাইল ইন্টারনেট গ্রাহক আরও কমে যাওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। বিটিআরসি তথ্যানুসারে, নভেম্বর ২০২৪-এ মুঠোফোন গ্রাহক ১৮ কোটি ৮৭ লাখে নেমে এসেছে, যা জুনের তুলনায় ৭৩ লাখ কম।
মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মহিউদ্দিন আহমেদ বলেছেন, নতুন কর আরোপ দেশের ৪৮% ইন্টারনেটবিহীন জনগণকে সেবা থেকে আরও দূরে সরিয়ে দেবে। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভ্যাট ও করের হার এখন দেশের মানুষের জন্য বাড়তি চাপ সৃষ্টি করছে।
ইন্টারনেট খরচ বাড়ায় যোগাযোগ প্রযুক্তিতে এগিয়ে যাওয়ার বদলে পিছিয়ে যাচ্ছে দেশ। ডাটা ব্যবহারে ব্যয় কাটছাঁট করতে বাধ্য হচ্ছেন অনেক গ্রাহক।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।