দীর্ঘদিন মোবাইলে কলরেট ও ইন্টারনেট খরচ কমানোর দাবি থাকলেও, এবার বাড়ানো হচ্ছে গ্রাহকদের কর। বিদ্যমান ২০ শতাংশ সম্পূরক শুল্কের সঙ্গে আরও ৩ শতাংশ যোগ করতে চলেছে সরকার। শিগগিরই এ নিয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে।

নতুন শুল্ক কার্যকর হলে ১০০ টাকা রিচার্জে গ্রাহক ব্যবহার করতে পারবেন মাত্র ৪৩ টাকা ৭০ পয়সা। এর বাকি ৫৬ দশমিক ৩ শতাংশ যাবে বিভিন্ন কর বাবদ।

নতুন কর আরোপে মোবাইল ইন্টারনেট গ্রাহক আরও কমে যাওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। বিটিআরসি তথ্যানুসারে, নভেম্বর ২০২৪-এ মুঠোফোন গ্রাহক ১৮ কোটি ৮৭ লাখে নেমে এসেছে, যা জুনের তুলনায় ৭৩ লাখ কম।

মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মহিউদ্দিন আহমেদ বলেছেন, নতুন কর আরোপ দেশের ৪৮% ইন্টারনেটবিহীন জনগণকে সেবা থেকে আরও দূরে সরিয়ে দেবে। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভ্যাট ও করের হার এখন দেশের মানুষের জন্য বাড়তি চাপ সৃষ্টি করছে।

ইন্টারনেট খরচ বাড়ায় যোগাযোগ প্রযুক্তিতে এগিয়ে যাওয়ার বদলে পিছিয়ে যাচ্ছে দেশ। ডাটা ব্যবহারে ব্যয় কাটছাঁট করতে বাধ্য হচ্ছেন অনেক গ্রাহক।