বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, গত ডিসেম্বর মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে প্রায় ১৪৭ কোটি ৮৪ লাখ ৮৫ হাজার টাকার চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে। বিজিবির জনসংযোগ বিভাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

জব্দকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ৪ কেজি ১৯২ গ্রাম স্বর্ণ, ১০ কেজি ১২৫ গ্রাম রুপা, বিপুল পরিমাণ শাড়ি, থ্রিপিস, তৈরি পোশাক, কসমেটিকস, কাঠ, চা পাতা, সুপারি, চিনি, সার, কয়লা, মোবাইল ফোন, বিভিন্ন যানবাহন, এবং একটি কষ্টি পাথরের মূর্তি।

বিজিবি বিপুল পরিমাণ মাদকদ্রব্যও জব্দ করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য— ২ লাখ ৬৬ হাজার ২৬২ পিস ইয়াবা ট্যাবলেট, ১ কেজি ৭৯০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ৬ কেজি ২৬৭ গ্রাম হেরোইন, ২৮ হাজার ৯১৩ বোতল ফেনসিডিল, বিদেশি মদ, বাংলা মদ, গাঁজা, সিগারেট, ওষুধ ও নেশাজাতীয় ট্যাবলেট।

অস্ত্র উদ্ধার জব্দকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি পিস্তল, একটি রাইফেল, একটি এয়ারগান, ৫টি ম্যাগাজিন, ১৪ রাউন্ড গুলি, একটি মর্টার শেল, একটি গ্রেনেড এবং একটি রকেট গোলা।

মাদক পাচার ও চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২০৮ জন চোরাচালানিকে আটক করা হয়েছে।

অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৪২৬ জন বাংলাদেশি ও ১৮ জন ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে।

বাংলাদেশে অনুপ্রবেশকালে ৭৭২ জন মিয়ানমারের নাগরিককে আটক করা হয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে বিজিবি। এই সাফল্য সীমান্ত এলাকায় বিজিবির নজরদারি ও কার্যক্রমের সফলতা প্রমাণ করে।