এম. মনছুর আলম, চকরিয়া প্রতিনিধি:

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা সাফারি পার্কের প্রি-এন্টি জোন এলাকায় প্লাস্টিক দূষণ সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে পার্ক কর্তৃপক্ষ।

রোববার সকালে সাফারি পার্কের প্রি-এন্টি জোন এলাকায় ডুলাহাজারা কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের শতাধিক ছাত্র-ছাত্রী এ অভিযানে অংশগ্রহণ করেন।

ডুলাহাজারা সাফারি পার্কের দায়িত্বপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, “অভিযানের মূল লক্ষ্য ছিল দর্শনার্থীদের প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে সচেতন করা। প্রতিদিন দেশ-বিদেশ থেকে বহু মানুষ সাফারি পার্ক পরিদর্শনে আসেন। তাদের মাধ্যমে প্লাস্টিক বর্জ্য পার্কের পরিবেশের ক্ষতি করছে। এই অভিযান প্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং টেকসই অভ্যাস গড়ে তোলার জন্য পরিচালিত হয়েছে।”

তিনি আরও বলেন, “প্রি-এন্টি জোন এলাকায় যত্রতত্র প্লাস্টিকের বর্জ্য ফেলে রাখার কারণে পরিবেশগত ক্ষতি হচ্ছে। দর্শনার্থী এবং স্থানীয় বাসিন্দাদের প্লাস্টিক দূষণের বিপজ্জনক প্রভাব সম্পর্কে সচেতন করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।”

পরিচ্ছন্নতা কার্যক্রম শুরুর আগে অংশগ্রহণকারীদের জন্য একটি সচেতনতামূলক সেশন পরিচালিত হয়। সেখানে প্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব এবং ভুল ব্যবস্থাপনার ফলে সৃষ্ট পরিবেশগত হুমকিগুলো শিক্ষার্থীদের সামনে তুলে ধরা হয়। শিক্ষার্থীরা প্লাস্টিক দূষণ রোধে কার্যকর ভূমিকা পালনে উৎসাহিত হয়।

অভিযানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা পরিবেশ রক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতন হয়েছেন এবং প্লাস্টিক বর্জ্য কমানোর প্রতিজ্ঞা করেছেন। ভবিষ্যতে পার্ক কর্তৃপক্ষ আরও সচেতনতা কার্যক্রম আয়োজনের পরিকল্পনা করছে।

এই উদ্যোগ শুধু পরিবেশগত পরিচ্ছন্নতা প্রচেষ্টা নয়, বরং এটি কমিউনিটির মধ্যে দায়িত্ববোধ জাগ্রত করার একটি প্রয়াস। প্লাস্টিক বর্জ্য পুনর্ব্যবহার এবং সচেতনতা বৃদ্ধি সাফল্যের দিকে ধাবিত করবে। সাফারি পার্কের এই উদ্যোগ দেশের টেকসই উন্নয়নের মানসিকতাকে প্রতিফলিত করে বলেও জানান রেঞ্জ কর্মকর্তা।