সিবিএন ডেস্ক ;
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মিয়ানমার সীমান্ত পুরোপুরি বাংলাদেশের নিয়ন্ত্রণে রয়েছে। ভারত সীমান্তের পরিস্থিতি নিয়ে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন তিনি। এসময় তিনি বলেন, “সীমান্তে এখন থেকে পিঠ দেখাবে না বিজিবি।”
চট্টগ্রামের সাতকানিয়ার বায়তুল ইজ্জত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজে বিজিবির ১০২তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশের জন্য জীবন উৎসর্গ করার শপথ নিয়েছেন নবীন সৈনিকরা।” এবারের ব্যাচে ৪৬ জন নারীসহ মোট ৬৯৫ জন সৈনিক বিজিবিতে যোগ দিয়েছেন।
অনুষ্ঠান শেষে গণমাধ্যমের সঙ্গে সীমান্ত পরিস্থিতি নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, মিয়ানমার সীমান্ত নিয়ে কোনো শঙ্কার কারণ নেই। ভারত সীমান্তে বিজিবি সর্তক অবস্থানে রয়েছে এবং প্রয়োজনীয় সব নির্দেশনা দেয়া হয়েছে।
