সিবিএন ডেস্ক ;

বাংলাদেশে নতুন করে ৬৪,৭১৮ জন রোহিঙ্গা প্রবেশ করেছে বলে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এই প্রতিবেদন প্রকাশ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, ১৭,৪৭৮টি রোহিঙ্গা পরিবার উখিয়া-টেকনাফের ক্যাম্পগুলোতে আশ্রয় নিয়েছে। পাশাপাশি মিয়ানমার থেকে পালিয়ে আসা ৪৪ জন চাকমা ও ২ জন বড়ুয়া সম্প্রদায়ের ব্যক্তি উখিয়ার একটি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছে।

মিয়ানমারের রাখাইনে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি দুই বছর ধরে সামরিক জান্তার সঙ্গে সংঘর্ষে লিপ্ত। চলতি মাসে তারা বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের মিয়ানমার অংশের পুরো ২৭১ কিলোমিটার নিজেদের দখলে নেওয়ার দাবি করেছে।

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ছয় দেশের মধ্যে অনানুষ্ঠানিক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে দুর্নীতি রোহিঙ্গা অনুপ্রবেশ বৃদ্ধির প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়।

পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানান, সীমান্তে দুর্নীতির কারণে স্থল ও জলসীমার বিভিন্ন রুট দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ আটকানো কঠিন হয়ে পড়েছে। দুর্নীতি রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন তিনি।