নুরুল আলম সাঈদ, নাইক্ষ্যংছড়ি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চাক হেডম্যান পাড়ায় এক বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ঘরটির মালিক মংছাদো চাকের পুত্র হ্লাথোয়াইগ্য চাক। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

গৃহকর্তা হ্লাথোয়াইগ্য চাক জানান, তিনি ও তার স্ত্রী ঘরে তালা লাগিয়ে পাশের কৃষিজমিতে কাজ করতে গিয়েছিলেন। দুপুরে বাড়ি ফিরে দেখেন, তাদের বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

প্রত্যক্ষদর্শীদের মতে, আগুন দেখে স্থানীয়রা এগিয়ে এলেও তা দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ঘরটি রক্ষা করা সম্ভব হয়নি। ঘরের কোনো মালামাল বের করা যায়নি।

অগ্নিকাণ্ডে ঘরের আসবাবপত্র, নগদ টাকা, জাতীয় পরিচয়পত্র, জন্মসনদ, সন্তানদের শিক্ষা সংক্রান্ত কাগজপত্রসহ মূল্যবান সব জিনিসপত্র পুড়ে গেছে। ক্ষতির পরিমাণ আনুমানিক ৮ লাখ টাকা বলে জানা গেছে।

স্থানীয়রা ধারণা করছেন, রান্নাঘরের গ্যাসের চুলা থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী জানান, ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।