সিবিএন ডেস্ক:

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার যদুপুর এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন।

শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঠাকুরগাঁও দশ মাইল মহাসড়কের যদুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দশ মাইল হাইওয়ে থানার ওসি ওমর ফারুক জানান, ধানবোঝাই ট্রাক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে ঘটনাস্থলেই বাস ও ট্রাকের চালকসহ দুই বাসযাত্রী নিহত হন। এতে ১৬ জন আহত হন, যাদের উদ্ধার কার্যক্রম চলছে।

নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছেন পুলিশ।