নিজস্ব প্রতিবেদক:
সৌন্দর্য সচেতনতা এখন কেবল নারীর মধ্যে আটকে নেই। পুরুষরাও আগের চেয়ে বহু গুণে সৌন্দর্য সচেতন। তারা ছুটছেন জেন্টস পার্লারে কিংবা স্যালুনে। ত্বকের বিভিন্ন সমস্যা দূর করতে, ত্বক সতেজ ও প্রাণবন্ত রাখতে ছেলেদেরও নিয়মিত ফেসিয়াল, ম্যানিকিউর ও পেডিকিউর করা জরুরি।
এসব বিবেচনায় উন্নতমানের যন্ত্রপাতি, অভিজ্ঞ কারিগর ও কম খরচে মানসম্মত সেবার প্রতিশ্রুতি নিয়ে কক্সবাজার শহরের লালদীঘির পাড়ে (পাবলিক লাইব্রেরির উত্তর পাশে) যাত্রা করলো গ্ল্যামার জেন্টস পার্লার। যেটি উদ্বোধনের দিনেই নজর কেড়েছে সবার। ভিড় জমেছে গ্রাহকদের।
৪ ডিসেম্বর বিকেলে ফিতা কেটে পার্লারটির শুভ উদ্বোধন করেন কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র সরওয়ার কামাল, জেলা বারের সিনিয়র আইনজীবী মোঃ নেজামুল হক, সাংবাদিক ইমাম খাইর।
গ্ল্যামার জেন্টস পার্লার উদ্বোধন শেষে অনুভূতির কথা জানিয়েছেন অতিথিরা।
তাদের মতে, গ্ল্যামার জেন্টস পার্লারের মতো প্রতিষ্ঠানগুলো স্থানীয়দের সেবার পাশাপাশি পর্যটনের আকর্ষণ বাড়াবে।
ত্বক যখন নিষ্প্রাণ ও খুব শুষ্ক হয়ে যায়, তখন যত্ন নেওয়া জরুরি। হোক তা নারীর ত্বক কিংবা পুরুষের। পরিবারের চেহারা কার না সুন্দর লাগে?
গ্ল্যামার জেন্টস পার্লার উদ্বোধনকালে গ্রাহকদের স্বতঃস্ফূর্ততাকে স্বাগত জানিয়েছেন পরিচালক ইঞ্জিনিয়ার মো. নুরুল আমিন ও তারেকুল ইসলাম আজিজ।
মানসম্মত সেবায় এগিয়ে যাক গ্ল্যামার জেন্টস পার্লার, এমন প্রত্যাশা সবার।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।