নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দুই উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদে রদবদল করে পদায়ন করা হয়েছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক আদেশে এই রদবদলের তথ্য জানানো হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) সকালে সিএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি-মিডিয়া) কাজী মো. তারেক আজিজ এ তথ্য নিশ্চিত করেন।
সিএমপি কমিশনার স্বাক্ষরিত আদেশে বলা হয়, বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শাকিলা সোলতানা কে দক্ষিণ বিভাগে বদলি করা হয়েছে।
আর দক্ষিণ বিভাগের উপ পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ লিয়াকত আলী খান কে সিএমপির পিওএম বিভাগে বদলি করা হয়েছে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।