নিজস্ব প্রতিবেদক:
শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য “ইদানীং-হাবিলদার রজব আলী খাঁ স্মৃতি পুরস্কার ২০২৪” পেয়েছেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানুরাগী লায়ন মোহাম্মদ মুজিবুর রহমান।
শনিবার (১৬ নভেম্বর) চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে ইদানিং সাহিত্য চর্চাকেন্দ্র চট্টগ্রাম আয়োজিত অনুষ্ঠানে গণ্যমান্য ব্যক্তিদের হাত থেকে তিনি সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন।
লায়ন মোহাম্মদ মুজিবুর রহমান কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, চট্টগ্রাম লরেল একাডেমিসহ বহু শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা। শিক্ষা বিপ্লবকে তিনি জীবনের মিশন হিসেবে নিয়েছেন। তাই নিজের অর্জিত সহায়, সম্পদ, অর্থ যা আছে তা শিক্ষার পেছনেই ব্যয় করছেন সারা জীবন। লায়ন মোহাম্মদ মুজিবুর রহমানের সুনাম-সুখ্যাতি চট্টগ্রামব্যাপী ছড়িয়ে পড়েছে। বিশ্বের বিভিন্ন দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে রয়েছে তার সুসম্পর্ক। সেই সম্পর্কের সুবাদে ইতোমধ্যে অসংখ্য কৃতি-মেধাবী শিক্ষার্থী স্কলারশিপ নিয়ে দেশের বাইরে পড়ার সুযোগ পেয়েছেন।
শিক্ষাবিদ লায়ন মোহাম্মদ মুজিবুর রহমান পেকুয়া উপজেলার মগনামা বাইন্যাঘোন এলাকার আমির হোসেনের ছেলে। তিনি ৩ ছেলে ও ১ মেয়ে সন্তানের জনক। স্ত্রী মাহবুবা সুলতানা শিউলি কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য।
শিক্ষা মিশনকে পূর্ণাঙ্গ বাস্তবতায় রূপ দিতে সব স্তরের পেশাজীবীদের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন লায়ন মোহাম্মদ মুজিবুর রহমান।
