বিনোদন ডেস্ক:

বর্তমানে সোশ্যাল মিডিয়ায় সময় কাটানো একটি অভ্যাসে পরিণত হয়েছে প্রায় সবার জন্য। বিশেষ করে তরুণ প্রজন্ম প্রায়ই নিউজফিড স্ক্রল করার সময় আটকে যায় অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টিভ্রমের ছবিতে। দৃষ্টিভ্রমের এই ছবি বা ভিডিওগুলোতে একাধিক অর্থ থাকার কারণে তা দ্রুতই নেটিজেনদের মনোযোগ আকর্ষণ করে। এসব ছবি অনেকটা ধাঁধার মতো, যা সমাধান করতে পারলে একধরনের আত্মতৃপ্তি অনুভব হয়। কেউ কেউ এগুলোকে মস্তিষ্কের বিকাশে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেন।

সম্প্রতি এমনই একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ব্রাইটসাইড প্রকাশিত এই ছবিতে রয়েছে একটি বাঘ এবং একটি বানর, যা ব্যক্তিত্ব যাচাইয়ের উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার মতে, ছবিটি প্রথম দেখায় যে প্রাণীটি আপনার চোখে পড়বে, তা বলে দেবে আপনি কতটা আবেগপ্রবণ বা বাস্তবমুখী।

যদি গাছে ঝুলন্ত বানর দেখেন: প্রথম দেখায় যদি ঝুলন্ত বানর দেখেন, তাহলে আপনার মস্তিষ্কের ডান অংশ বেশি সক্রিয়। অর্থাৎ, আপনি সৃজনশীল ও আবেগপ্রবণ। আপনার কাছে জীবন একটি যাত্রা এবং এটি উপভোগ করতে বিশ্বাসী। জীবনকে একটি শিক্ষালয় হিসেবে মনে করেন এবং এর অভিজ্ঞতা থেকে শেখার চেষ্টা করেন।

যদি বাঘ দেখেন: প্রথম দেখায় বাঘ দেখলে বোঝা যায় আপনার মস্তিষ্কের বাম অংশ বেশি সক্রিয়। এতে প্রমাণিত হয় আপনি বাস্তবিক, লক্ষ্যপূরণে অটুট এবং মনোযোগী। আপনার যৌক্তিক ও বাস্তববাদী দৃষ্টিভঙ্গি আপনাকে সফল হতে সহায়তা করে।