অনলাইন ডেস্ক:
আয়কর জমা ও রিটার্ন দাখিল প্রক্রিয়ায় যুগান্তকারী পরিবর্তন আনলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি ঘোষণা দিয়েছেন, এখন থেকে আয়কর জমা দেওয়ার জন্য ব্যাংকে লাইনে দাঁড়াতে বা আয়কর অফিসে যেতে হবে না। ঘরে বসেই অনলাইনে আয়কর জমা ও রিটার্ন দাখিল করা যাবে।

সোমবার এক ভিডিও বার্তায় ড. ইউনূস বলেন, “আপনাদের দেওয়া করই দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি, কিন্তু কর দেওয়ার সময় নানা ঝামেলায় পড়তে হয়। তাই ঘরে বসে আয়কর দেওয়ার সুবিধা চালু করা হয়েছে।”

প্রাথমিকভাবে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর শহরের সকল সরকারি কর্মকর্তা-কর্মচারী, তফসিলি ব্যাংক ও মোবাইল অপারেটরসহ বিভিন্ন বহুজাতিক সংস্থার কর্মীদের জন্য এই পদ্ধতি বাধ্যতামূলক করা হয়েছে। দেশব্যাপী সব নাগরিকদের অনলাইন ই-রিটার্ন ব্যবস্থার আওতায় আনার জন্য উৎসাহিত করা হবে।

ড. ইউনূস আরও প্রস্তাব করেন যে, আয়কর রিটার্ন জমা দেওয়ার হার বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে প্রতিযোগিতার আয়োজন করা হবে, যাতে করদাতা প্রতিষ্ঠানগুলোও রাষ্ট্রীয় স্বীকৃতি পেতে পারে।

এই উদ্যোগের মাধ্যমে দেশব্যাপী আয়কর দেওয়ার প্রক্রিয়ায় প্রযুক্তিগত উন্নয়ন ও সুবিধা নিশ্চিত হবে বলে আশা করছেন তিনি।