নুরুল করিম, মহেশখালী প্রতিনিধি;

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৭ অক্টোবর) বিকালে পৌর যুবদলের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি‌টি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মহেশখালী কেন্দ্রীয় শহীদ মিনার এসে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মহেশখালী পৌর শাখার আহ্বায়ক আনোয়ার হোসেন মঞ্জু’র সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম ও শাকের উল্লাহ খোকনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা সভাপতি অ্যাডভোকেট নুরুল আলম।

প্রধান বক্তার বক্তব্য রাখেন কক্সবাজার জেলা যুবদলের সহ-সভাপতি মকছুদুল আলম নিরু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক যুবদল নেতা অস্ট্রেলিয়ায় প্রবাসী গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম মেম্বার, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক রেজাউল করিম, মহেশখালী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইকবাল হোসেন, মহেশখালী উপজেলার সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহিম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হামিদুর হক, মহেশখালী উপজেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শাহনেওয়াজ সালাহ উদ্দীন টিপু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক শাহেদ খান, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সদস্য সোহেল রানা’সহ আরও অনেকে।

বর্ণাঢ্য র‌্যালি‌টিতে উপজেলা, পৌর, ইউনিয়ন এবং ওয়ার্ডসমূহের নেতাকর্মীরা কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা বলেন, লড়াই সংগ্রামে অর্জিত বিজয়কে সংহত করতে না পারলে আবারো নব্য ফ্যাসিবাদ হাজির হবে। তাই যুবদলের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি রুখে দিতে হবে। যুবদল সমস্ত অন্যায় সন্ত্রাস প্রতিহত করবে, কোনো প্রকার বিশৃঙ্খলাকে প্রশ্রয় দেব না।