বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ড. শফিকুর রহমানকে পল্লী চিকিৎসক আখ্যা দিয়ে মন্তব্য করেছেন কক্সবাজার ২ মহেশখালী-কুতুবদিয়ার সাবেক সংসদ সদস্য আলমগীর ফরিদ।

শনিবার ২৬ অক্টোবর মহেশখালী উপজেলার কুতুবজুম ইউনিয়নে আয়োজিত বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন আলমগীর মো. মাহফুজুল্লাহ ফরিদ। বক্তব্যের এক পর্যায়ে তিনি জামাতের কেন্দ্রীয় আমীর ড. শফিকুর রহমানকে পল্লী চিকিৎসক বলেন। তিনি আরও বলেন, এই যাবত জামাত ১৫ এর ঊর্ধ্বে আসন পায়নি। তিনি আঞ্চলিক ভাষায় আলমগীর ফরিদ বলেন, “ইয়া বলে ইতারা ক্ষমতার যুদ্ধে আওয়ামী লীগের বাদ দিয়ে। ওড়া পল্লী চিকিৎসক, শফিকুর রহমান।”

জামায়াতের নায়েবে আমীর ড.শফিকুর রহমান’কে পল্লী চিকিৎসক বলায় নেটিজেনদের মধ্যে আলোচনা- সমালোচনার ঝড়।

উল্লেখ, মহেশখালীর বিএনপি রাজনীতি দু গ্রুপে বিভক্ত হয়। এক গ্রুপ সাবেক সংসদ সদস্য আলমগীর ফরিদ, অন্য গ্রুপ সাবেক উপজেলার চেয়ারম্যান আবু বক্কর। এতে করে বিভ্রান্তির মুখে সাধারণ জনতা।

গেল ৫ ই আগস্ট ছাত্রদের গণ অভ্যুত্থান স্বৈরাচারী সরকারের পতনের পর পরেই বিএনপি মারিয়া ক্ষমতার আসনে বসার। অন্যদিকে বাংলাদেশ জামাতে ইসলামী বিতর্ক আলোচনা এড়িয়ে বর্তমান অন্তর্বর্তী সরকারের সাথে সমন্বয় করে কাজ করে যাচ্ছে। এই মুহূর্তে এমন তর্ক বির্তক মোটেও গ্রহণযোগ্য নয়ই, এমনটাই বক্তব্য সচেতন মহলের।