প্রেস বিজ্ঞপ্তি;
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার সদর উপজেলা কমিটি গঠনকল্পে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেলে জেলা নায়েবে আমীর ও উপজেলা আহ্বায়ক মাওলানা হোসাইন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলা আমীর মাওলানা আব্দুল খালেক নিজামী। বিশেষ অতিথি ছিলেন, জেলা নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিব, মাওলানা মুফতি এমদাদুল্লাহ হাসান, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান জিহাদী, যুগ্ম সম্পাদক হাফেজ আমানুল হক আমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহবুব উল্লাহ নোমানী, প্রচার সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, জেলা ইসলামী যুবসমাজের সমন্বয় কমিটির সদস্য সচিব ও ইসলামী ছাত্রসমাজের সাবেক জেলা সভাপতি মাওলানা হাফেজ শওকত আলী।
এ সভায় মাওলানা নুরুল হক আরমান রহ. এর স্নেহধন্য বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা হোসাইন আহমদকে আমীর, মাওলানা এড. ঈসা মাহমুদ হাসেমীকে সাধারণ সম্পাদক করে নেজামে ইসলাম পার্টি কক্সবাজার সদর উপজেলা কমিটি গঠন করা হয়। এতে দায়িত্বপ্রাপ্ত অন্যরা হলেন, নায়েবে আমীর মাওলানা মুফতি এমদাদুল্লাহ হাসান, মাওলানা নুরুল আমিন, মাওলানা বজলুল করিম, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা ছৈয়দ আকবর, যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা গিয়াস উদ্দিন মুনির, হাফেজ আজিজুল হক, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ওমর আলী, সাংগঠনিক সম্পাদক হাফেজ মোহাম্মদ সালেম, অর্থ সম্পাদক মাওলানা দেলোয়ার হোসাইন, প্রচার সম্পাদক মাওলানা মোহাম্মদ আলম, দফতর সম্পাদক হাফেজ মোহাম্মদ শফি, দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা জুবাইর, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক হাফেজ আবুল খাইর, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা নুরুল আজিম, যুব বিষয়ক সম্পাদক মাওলানা ফরিদুল আলম, সদস্য মাওলানা ইউছুফ কুতুবী, মাওলানা জাহেদুল ইসলাম, মাওলানা শাহজাহান সাদেক, মাওলানা ওমর ফারুক, মাওলানা ফয়জুল করিম।
সভায় নেতৃবৃন্দ বলেছেন, নেজামে ইসলাম পার্টি উপমহাদেশের একটি ঐতিহ্যবাহী ইসলামী রাজনৈতিক দল। এ সংগঠনের নেতৃত্বেই ইসলামী শাসনতন্ত্রের ঐতিহাসিক ২২ দফা মূলনীতি রচিত হয়েছিলো।আকাবিরে দেওবন্দের হাতে গড়া এ সংগঠনের কর্মতৎপরতা বেগবান করার মাধ্যমে ইসলামী নেজাম প্রতিষ্ঠার সংগ্রাম জোরদার করতে হবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।