সিবিএন ডেস্ক:

জুলাই-আগস্টের মতো রক্তাক্ত অধ্যায় যেন আর না ঘটে, তা নিশ্চিত করতে সুপারিশ করবে পুলিশ সংস্কার কমিশন, এমনটাই জানিয়েছেন কমিশনের প্রধান সফর রাজ হোসেন। তিনি বলেছেন, পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার না করার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবে কমিশন।

আজ মঙ্গলবার (৮ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসে কমিশনের দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সফর রাজ হোসেন এ বিষয়ে কথা বলেন।

তিনি জানান, পুলিশের কার্যক্রম জনবান্ধব, জবাবদিহিতামূলক এবং রাজনৈতিক নিরপেক্ষতার ভিত্তিতে পরিচালিত করা কমিশনের মূল লক্ষ্য। এ জন্য কোন কোন ধারা পরিবর্তন করা প্রয়োজন, তা নিয়ে প্রাথমিক আলোচনা চলছে। সিআইডি, এসবির কার্যক্রম এবং থানায় মামলা নেয়ার প্রক্রিয়ায় কোনো ঘাটতি আছে কি না, সেগুলো খতিয়ে দেখে সুপারিশ করবে কমিশন।

পুলিশ সংস্কার কমিশনের প্রধান আরও বলেন, গণতন্ত্র রক্ষা, নিরপেক্ষতা বজায় রাখা এবং একটি পেশাদার পুলিশ বাহিনী গড়ে তুলতে সুপারিশ করা হবে। প্রাথমিক কাজ সম্পন্ন করতে এক মাস সময় লাগবে, এবং ইতোমধ্যে একটি খসড়া রোডম্যাপও প্রস্তুত করা হয়েছে।