**সংস্কার নিয়ে সংলাপ শুরু করেছেন ড. ইউনূস, বিএনপির দাবি মিথ্যা মামলা প্রত্যাহার ও নির্বাচনী রোডম্যাপ**

সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ (৫ অক্টোবর) দুপুরে প্রথমে বিএনপির সাথে বৈঠক করেন তিনি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির ছয় সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়।

সংলাপ শেষে ব্রিফিংয়ে মির্জা ফখরুল জানান, তারা ২০০৭ সাল থেকে আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের করা মিথ্যা, গায়েবি ও উদ্দেশ্যমূলক মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। সেই সঙ্গে তারা নির্বাচনী রোডম্যাপের দাবিও করেছেন। তিনি আরও বলেন, গুম-খুনের সাথে জড়িত অপরাধীরা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে। এখন পর্যন্ত শুধু জিয়াউল আহসান গ্রেপ্তার হয়েছেন, অন্য কেউ নয়।

ফখরুল আরও বলেন, বিতর্কিত কোনো ব্যক্তি যেন নির্বাচন সংস্কার কমিটিতে না যায়, সেই বিষয়টি তাঁরা উল্লেখ করেছেন। এছাড়া, ফ্যাসিস্ট সরকারের আমলে ভুয়া ভোটের মাধ্যমে গঠিত সকল ইউনিয়ন পরিষদ বাতিল করার দাবি জানানো হয়েছে। ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় দায়িত্বে থাকা পক্ষপাতদুষ্ট প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের আইনের আওতায় আনার দাবি তুলেছেন তিনি।

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে ব্যবস্থা নেওয়ারও দাবি জানানো হয়েছে, কারণ তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে নির্বাচনী ব্যবস্থার ক্ষতি করেছেন। প্রশাসনে যারা পূর্ববর্তী সরকারের সহযোগী ছিলেন, তাদের অপসারণ এবং নিরপেক্ষ ব্যক্তিদের দায়িত্ব দেওয়ার আহ্বান জানানো হয়েছে। দলীয় বিবেচনায় নিয়োগপ্রাপ্ত বিচারপতিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার প্রস্তাব দেন তিনি।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল জানান, প্রধান উপদেষ্টা বলেছেন যে অন্তর্বর্তী সরকারের প্রথম প্রায়োরিটি নির্বাচন আয়োজন করা। তাদের (সরকারের) মতে, বিএনপির দাবিগুলো জনগণের দাবির সঙ্গে মিল রয়েছে এবং তারাও এসব দাবিকে নিজেদের দাবির মতোই মনে করে।