সিবিএন ডেস্ক ;
কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ে পিএইচডি গবেষক আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ শুক্রবার (০৪ অক্টোবর) বিকেলে তাঁর ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে একটি পোস্টের মাধ্যমে এই আশঙ্কার কথা জানান।
তিনি উল্লেখ করেন, আজ সন্ধ্যার মধ্যে ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর বন্যা পরিস্থিতির চরম অবনতি ঘটতে পারে। ২০২২ সালে সুনামগঞ্জ ও সিলেট জেলার মতো রাতের অন্ধকারে বন্যার পানিতে ভেসে যাওয়ার আশঙ্কা রয়েছে শেরপুর ও নেত্রকোণা জেলার ভারতীয় সীমান্তবর্তী উপজেলার মানুষের জন্য।
পলাশ জানান, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগের ওপর ভারি থেকে অত্যন্ত ভারি বৃষ্টির কারণে শেরপুর ও নেত্রকোণা জেলায় ইতোমধ্যে পাহাড়ি ঢল ও বন্যা শুরু হয়েছে। চলমান ভারি বৃষ্টি আরও ৬ থেকে ১২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে এবং আগামী ২৪ ঘণ্টা বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
তিনি বিশেষভাবে উল্লেখ করেন, মেঘালয় পর্বতের চোখ পট অঞ্চলে সবচেয়ে ভারি বৃষ্টি হচ্ছে, যা শেরপুর জেলার নদীগুলোর ওপর দ্রুতগতিতে প্রভাব ফেলছে। এ কারণে ঘরবাড়ি ভেসে যাওয়ার ঝুঁকি অনেক বেড়ে গেছে। তিনি শেরপুর জেলার নদীর দুই উপকূলের মানুষের দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য অনুরোধ করেন।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের ময়মনসিংহ ক্যান্টনমেন্টের সেনাবাহিনীকে বন্যাদুর্গত মানুষের উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।