নুরুল আলম সাঈদ, নাইক্ষ্যংছড়ি;

বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ‍্যংছড়ি উপজেলার মায়ানমার সীমান্তের ঘুমধুম ইউনিয়নের রেজুপাড়া বিওপির বিশেষ টহল দল অভিযান চালিয়ে বার্মিজ ইয়াবা ট্যাবলেট সহ ১জন মাদক পাচারকারীকে আটক করেছে।

বুধবার ২(অক্টোবর) সকাল ১০ টার সময় কক্সবাজার ব্যাটালিয়ন ৩৪ (বিজিবি) এর রেজুপাড়া বিওপির বিশেষ টহল দলের কমান্ডার নায়েক মো. তুফাজ্জল হোসেন এর নেতৃত্বে টহল দল অভিযান চালিয়ে বিওপির ২ কিঃমিঃ দক্ষিণ দিকে বাংলাদেশের অভ্যন্তরে গর্জন বুনিয়া পেঁপে বাগান কলির ছরা নামক স্থান থেকে ৭ নং টমটম সহ এক ইয়াবা পাচারকারীকে আটক করে। আটক কৃত ব্যক্তি নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের চাক বৈঠার ভালুকিয়ার মংব্রাঅং চাকমার পুত্র দেপাল(২০)। তার কাছ থেকে জব্দকৃত টম টম গাড়ির ড্রাইভারের বসার সিটের নিচে কালো টেপে মোড়ানো ২০০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে,স্মার্ট ফোন ১টি, মিনি টমটম ১টি ইয়াবা সহ সর্বমোট সিজার মূল্য/সাত লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা বলে বিজিবি সূত্র জানায়।

আটক কৃত আসামিকে মালামাল নাইক্ষ‍্যংছড়ি থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য,সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশের বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি সদস্যরা।

অপর দিকে দৌছড়ি ইউনিয়নের ১১ বিজিবির অধীনে লেম্বুছড়ি বালুর মাঠ নামক স্থান থেকে অবৈধভাবে মিয়ানমারে পাচারকালে মালিকবিহীন ৫ বস্তা (৫০) কেজির ইউরিয়া সার জব্দ করেছে বিজিবি।
বিজিবি সূত্র জানায়, বুধবার (২ অক্টোবর) সকাল ৯ টার সময় নাইক্ষংছড়ি ১১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (১১ বিজিবি)’র অধীনে লেম্বুছড়ি বিওপির মো. বদরুল আলমের নেতৃত্বে টহল দল বিওপির দক্ষিণে বালুর মাঠ নামক স্থান থেকে মালিক বিহীন ০৫ বস্তা বাংলাদেশি ইউরিয়া সার উদ্ধার করে ।

নাইক্ষংছড়ি ১১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)’র অধিনায়ক লে : কর্নেল সাহেল আহমেদ নোবেল বলেন, মালিকবিহীন উদ্ধারকৃত সার সমূহ বিজিবি হেফাজতে রয়েছে।

পরবর্তী পদক্ষেপের প্রস্তুতি চলছে বলেও জানান।

এছাড়া তিনি আরো জানান,- মাদক, চোরাচালানসহ যে কোন অপরাধ দমনে বিজিবি সব সময় সতর্ক রয়েছে। সীমান্তে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। নাইক্ষ‍্যংছড়ি ১১ বিজিবির নিয়ন্ত্রিত সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান প্রতিরোধে কঠোরভাবে দায়িত্ব পালন করে আসছে বিজিবি।

উল্লেখ্য যে, উদ্ধারকৃত সার ব্যাটালিয়ন সদরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।