প্রতিটি জনপদে জামায়াতের সাংগঠনিক গণভিত্তি অর্জন করে শহিদদের রক্তের বদলা নেওয়া হবে:জেলা আমীর আনোয়ারী

হোয়াইক্যং ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন সম্পন্ন

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর, ২০২৪ ১২:০২ , আপডেট: ২৯ সেপ্টেম্বর, ২০২৪ ১২:০৩

পড়া যাবে: [rt_reading_time] মিনিটে


প্রেস বিজ্ঞপ্তি,

“প্রতিটি জনপদে জামায়াতের সাংগঠনিক গণভিত্তি অর্জন করে শহিদদের রক্তের বদলা নেওয়া হবে ”

প্রতিটি জনপদে জামায়াতের সাংগঠনিক গণভিত্তি অর্জন করে শহিদদের রক্তের বদলা নেওয়া হবে। ছাত্র -জনতার রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না। দেশের প্রতিটি জনপদ থেকে সন্ত্রাস , দুর্নীতি ও অনিয়ম এবং বৈষম্য দূর করতে জামায়াতে ইসলামি সরকারকে সহযোগিতা করে যাচ্ছে। আমরা দ্রুত সময়ের মধ্যে মৌলিক ও প্রয়োজনীয় সংস্কার করে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি জানাচ্ছি। দেশের মানুষ অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায়।

জামায়াতে ইসলামি টেকনাফ উপজেলার হোয়াইক্যং মডেল ইউনিয়ন শাখার উদ্যোগে ২৮ সেপ্টেম্বর (শনিবার) অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপর্যুক্ত কথাগুলো বলেন।

ইউনিয়ন সভাপতি মুহাম্মাদ ইব্রাহিমের সভাপতিত্বে ও জামায়াত নেতা মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জাহেদুল ইসলাম, জেলা মাজলিসুল মুফাসসিরিন সভাপতি মাওলানা শফিউল হক জিহাদি , টেকনাফ উপজেলা আমীর অধ্যক্ষ নুরুল হোছাইন সিদ্দিকী , জেলা কর্ম পরিষদ সদস্য দেলোয়ার হোসেন চেয়ারম্যান , উপজেলা সেক্রেটারি মাওলানা রফিক উল্লাহ , কক্সবাজার শহর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সরোয়ার কামাল সিকদার, উপজেলা উলামা পরিষদ সভাপতি মাওলানা আব্দুস সুবহান, হ্নীলা ইউনিয়ন জামায়াতের আমীর মুহাম্মদ গিয়াস উদ্দিন নিজামি, প্রফেসর আব্দুল গফুর, হ্নীলা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ইব্রাহীম মাহমুদ, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মুহাম্মদ তারেক, সেক্রেটারি মোস্তফা জামান মানিক, উপজেলা জামায়াতের বায়তুলমাল সম্পাদক মুহাম্মাদ হোছাইন, বাহার ছড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মোস্তাক আহমেদ , টেকনাফ পৌর সভা জামায়াতের সভাপতি শাহ মুহাম্মাদ জুবাইর, জামায়াত নেতা নুরুল বশর সিদ্দিকী , টেকনাফ সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা নাসির উদ্দীনসহ বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল ও স্থানীয় নেতৃবৃন্দ।